সিলেটের সুরমা নদীর কাজির বাজার সেতুর নিচ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে এসএমপির দক্ষিণ সুরমা থানার পরিদর্শক সুমন কুমার চৌধুরী বলেন, সোমবার দুপুরে সেতুর নীচের খেয়াঘাটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে ওসমানী মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ২৫ থেকে ৩০ বছর বয়সী ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডি।
পরিদর্শক সুমন কুমার চৌধুরী আরও বলেন, সকালের দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। সেখানে গিয়ে দেখা যায়, মরদেহ নদীর পানিতে ভাসমান রয়েছে। তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।
এম জি