আইসিই ফিউচারস এক্সচেঞ্জে চিনির দাম বেড়ে ছয় বছরের সর্বোচ্চে। সরবরাহ সংকটের উদ্বেগে বাজারদরে এমন উল্লম্ফন দেখা দিয়েছে। খবর রয়টার্স।
সর্বশেষ কার্যদিবসে আইসিইতে অপরিশোধিত চিনির দাম দশমিক ৪ শতাংশ বা দশমিক শূন্য ৯ সেন্ট বেড়েছে। প্রতি পাউন্ডের মূল্য দাঁড়িয়েছে ২০ দশমিক ৯৮ সেন্টে। কার্যদিবসের শুরুতে দাম ২১ দশমিক ১৮ সেন্টে উঠে এসেছিল, যা ২০১৭ সালের ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। অন্যদিকে সাদা চিনির দাম দশমিক ১ শতাংশ বা ৮০ সেন্ট বেড়েছে। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ৫৭২ ডলার ১০ সেন্ট। এদিকে চিনির পাশাপাশি কফি ও কোকোর দামও বেড়েছে।
ডিলাররা বলছেন, আগামী বছরের প্রথম প্রান্তিকেও (জানুয়ারি-মার্চ) আন্তর্জাতিক বাজারে চিনির সরবরাহ সংকট অব্যাহত থাকতে পারে। থাইল্যান্ড, অস্ট্রেলিয়া ও মধ্য আমেরিকার দেশগুলোয় আখ সংগ্রহ ও মাড়াই কার্যক্রমে বিলম্বের কারণে সংকটের উদ্বেগ তীব্র হচ্ছে। এদিকে অতিরিক্ত বৃষ্টিপাতে ব্রাজিলে আখ সংগ্রহ অসম্ভব হয়ে পড়েছে।
এনজে