পাকিস্তানে সংঘর্ষে ১২ জঙ্গি নিহত
প্রকাশ: ২০১৬-০৪-০৭ ১৩:৩৮:৩৭

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি চৌকিতে সন্দেহভাজন কয়েক ডজন জঙ্গি হামলা চালিয়েছে। বৃহস্পতিবার ভোরের দিকে চালানো ওই হামলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১২ জঙ্গি নিহত হয়েছে। খবর নিউ ইয়র্ক টাইমসের।
স্থানীয় সরকারের এক প্রশাসক এ তথ্য জানিয়েছেন। জাভেদ খান নামের ওই কর্মকর্তা বলেন, উপজাতি অধ্যুষিত উত্তর-পশ্চিমাঞ্চলের কুররাম এলাকার ম্যানগারো চৌকির ওই হামলায় বেশ কয়েকজন জঙ্গি আহত হয়েছে। তিনি বলেন, এতে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য নিহত হয়নি। এছাড়া ওই জঙ্গিরা আফগানিস্তানে পালিয়ে গেছে।
একই দিনে উত্তর-পশ্চিমাঞ্চলের পেশওয়ারে একটি পুলিশ তল্লাশি চৌকিতে বোমা হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ কর্মকর্তা জামশেদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামলার উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়, তবে হামলাকারীদের ধরতে অভিযান চলছে।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













