নেইমারকে বিক্রি না করলে পিএসজি ছাড়বেন এমবাপ্পে
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২২-১২-২৭ ১৫:১৭:৪৫

কাতার বিশ্বকাপে শেষে নিজ নিজ ক্লাবে ফিরে গেছেন ফুটবলাররা। এরই মধ্যে শুরু হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা। ইউরোপীয় অন্য লিগ গুলোর খেলা শুরুর অপেক্ষায়। এর মধ্যে বোমা ফাটালো স্প্যানিশ গণমাধ্যম ওকে ডায়েরিও। তাদের দাবি পিএসজিতে থাকতে তিন শর্ত দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। এর মধ্যে অন্যতম নেইমারকে বিক্রি করতে হবে।
ব্রাজিলের তারকা নেইমারের সঙ্গে এমবাপ্পের সম্পর্ক ভালো নয় এটা পুরনো খবর। এ ছাড়া পিএসজির কোচ ক্রিস্টোফ গালতিয়েরের সঙ্গেও ফরাসি তারকার সম্পর্ক ভালো যাচ্ছে না বলেও গুঞ্জন ছিল। নতুন তিন শর্ত দিয়ে সেটিও পরিস্কার করে দিলেন কাতার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা।
স্প্যানিশ গণমাধ্যম ওকে ডায়েরি তাদের প্রতিবেদনে জানায়, ক্লাবের বর্তমান পরিবেশ নিয়ে সন্তুষ্ট নন এমবাপ্পে। পিএসজিতে থাকতে নতুন তিনটি শর্ত দিয়েছেন তিনি।
এর মধ্য প্রথম ও অন্যতম ব্রাজিলিয়ান তারকা নেইমারকে ছেড়ে দিতে হবে। দ্বিতীয় বর্তমান কোচ ক্রিস্টোফ গালতিয়ারের বদলে জিনেদিন জিদানকে কোচ করতে হবে। আর তৃতীয় সতীর্থ হিসেবে পোলিশ তারকা রবার্ট লেভানদোভস্কি অবথা ইংলিশ তারকা হ্যারি কেনকে দলে ভেড়াতে হবে। যদিও এ ব্যাপারে ফরাসি ক্লাবটির কাছ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পিএসজিতে থাকতে এমবাপ্পের নতুন তিন শর্ত
১. নেইমারকে বিক্রি করতে হবে
২. ক্রিস্টোফ গালতিয়েরের পরিবর্তে জিনেদিন জিদানকে কোচ করতে হবে
৩. রবার্ট লেভানদোভস্কি অথবা হ্যারি কেনকে পিএসজি আনতে হবে
আই এইচ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












