শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা থাকছে না বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক এম এন এ সিদ্দিক। তবে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও অভিভাবকসহ ৩ ফুট উচ্চতার শিশুরা বিনামূল্যে মেট্রোরেলে ভ্রমণ করতে পারবেন।
২৭ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে আগারগাঁও মেট্রোরেল স্টেশনে এক সংবাদ সম্মেলনে এসব বিষয় জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক।
এম এন এ সিদ্দিক বলেন, এমআরটি পাশ ব্যবহারকারীরা ১০ শতাংশ এবং প্রতিবন্ধী ব্যক্তিরা ১৫ শতাংশ কম মূল্যে মেট্রোরেলে যাত্রা করতে পারবেন। অর্থাৎ কেউ যদি উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত যাত্রা করেন সেক্ষেত্রে সিঙ্গেল টিকিটে দিতে হবে একশ টাকা। আর এমআরটি পাশ ব্যবহারকারীরা দেবেন ৯০ টাকা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের দিতে হবে ৮৫ টাকা।
এ সময় ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সব স্টেশনই প্রস্তুত রয়েছে। তবে, মানুষের অভ্যস্ততার কারণে সবকয়টি স্টেশন এখন খুলে দেওয়া হচ্ছে না। ৩ মাস পর থেকে সব কয়টি স্টেশন খুলে দেওয়া হবে।
এ সময় জানানো হয়, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ভাড়া ৬০ টাকা। মেট্রোরেলে প্রতি কিলোমিটারের ভাড়া ৫ টাকা এবং সর্বনিম্ন ভাড়া ২০ টাকা।
আই এইচ