প্রতিবন্ধীদের জন্য শুরু হতে যাচ্ছে চাকরি মেলা। আগামী ২৩ ও ২৪ এপ্রিল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে এ মেলা। আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টারস ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।
‘আমাদেরও আছে কাজ করার অধিকার’ প্রতিপাদ্য নিয়ে এই মেলার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি ( বিপিকেএস) ও জবসপোর্টাল ‘জবসবিডি’। এছাড়া আয়োজনে সহযোগিতা করবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
সংবাদ সম্মেলনে জবসবিডির প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম হাসান রিপন বলেন, বাংলাদেশের প্রায় ২ কোটি ৪০ লাখ প্রতিবন্ধী ব্যক্তিদের উৎপাদনশীল কর্মকাণ্ডে নিয়োজিত করতে পারলে অর্থনীতি আরও এগিয়ে যাবে। এ লক্ষ্যকে সামনে রেখে আমরা প্রথমবারের মতো কর্মসংস্থান মেলার আয়োজন করছি। মেলায় দেশের বিভিন্ন স্থরের প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এছাড়া প্রতিবন্ধীদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রদর্শন করা হবে।
তিনি বলেন, মেলায় প্রায় ৫০টিরও বেশি প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের জন্য চাকরীর সুযোগ দিতে অংশগ্রহন করবে বলে আশা করছি। প্রতিবন্ধীদের মনোবল বাড়াতে মেলায় বিভিন্ন সভা সেমিনারের আয়োজন করা হবে। যেখানে দেশি-বিদেশি আলোচকরা বক্তব্য রাখবেন।
বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আবদুস সাত্তার দুলাল বলেন, পৃথিবীতে প্রায় ১০০ কোটি প্রতিবন্ধী আছে। এছাড়া বাংলদেশে প্রায় আড়াই কোটি প্রতিবন্ধী রয়েছে। এসব প্রতিবন্ধীদের কাজের সুযোগ তৈরি করে দিতে আমাদের এই আয়োজন।
আয়োজকরা বলেন, প্রতিবন্ধী হলেও যাদের কর্মদক্ষতা রয়েছে সেসব চাকরি প্রার্থীদের কাজ পেতে সহায়ক হবে এ মেলা; তেমনি বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের নিয়োগের মাধ্যমে তাদের কর্পোরেট সোসাল রেসপনসিবিলিটি বা সামাজিক দায়বদ্ধতা পালনে সক্ষম হবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক, চাইল্ড অ্যান্ড ইয়ুথ ফাইন্যন্স ইন্টারন্যশনাল এর বাংলাদেশ প্রতিনিধি আমেনা হাসান এনা।
সানবিডি/ঢাকা/আহো