দুই দিন পার হলেও এখনও উদ্ধার করা সম্ভব হয়নি ভোলার মেঘনা নদীতে ডুবে যাওয়া তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২। তবে ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারের জন্য ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছে সাগর বধূ-৩, সাগর বধূ-৪ ও সাগর নন্দিনী-৩ নামে তিনটি জাহাজ এবং দুটি বার্জ। পদ্মা ওয়েল কোম্পানির নিজস্ব ব্যবস্থাপনায় এ উদ্ধার অভিযান চলছে।
এদিকে, ডুবন্ত জাহাজ থেকে মেঘনায় ছড়িয়ে পড়ছে তেল। পানির ওপর থকথক করছে তেলের আস্তর। নদীতে মাছ শিকার করতে পারছেন না জেলেরা। তারা তেলের ঝাঁজে নাকাল হয়ে পড়েছেন। মেঘনার তীরবর্তী এলাকার বাসিন্দারা আজ দুদিন ধরে নদীর পানি ব্যবহার করছেন না। রয়েছে নদী দূষণের আশঙ্কা।
ঘটনার পর থেকে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে পর্যন্ত এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি বিআইডব্লিউটিএ, একটি পেট্রোবাংলা অপরটি গঠন করেছে পদ্মা ওয়েল কোম্পানি। তিন কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
মেঘনা নদীতে মাছ শিকার করতে আসা জেলে মো. রুবেল জানান, গত দুদিন ধরে তেলের ঝাঁজের কারণে তিনি মেঘনা নদীতে মাছ শিকার করতে পারছেন না। বাধ্য হয়ে তাকে দৌলতখান উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে মাছ শিকার করতে হচ্ছে।
তুলাতলি মেঘনা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দা মো. রাকিবুল ইসলাম জানান, তিনি সবসময়ই মেঘনা নদীতে গোসল করতেন। কিন্তু দুদিন ধরে তিনি নদীতে গোসল করতে পারছেন না।
বিআইডব্লিউটিএ’র নৌ-সংরক্ষণ পরিচালক ও পরিচালন বিভাগের মো. শাহাজাহান জানান, দুর্ঘটনাকবলিত সাগর নন্দিনী-২ মেরিন আইন ভঙ্গ করেছে। প্রকৃত চালক জাহাজে ছিলেন না। মেরিন আইন লঙ্ঘনের ঘটনায় সাগর নন্দিনী-২ এর বিরুদ্ধে মামলা করা হবে।
এদিকে, ডুবে যাওয়া জাহাজ কোম্পানির নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান জানান, কোস্টগার্ডের বার্জ হুমায়রা চাঁদপুর থেকে ঘটনাস্থলে আসছে। সেটি এলেই তারা উদ্ধার কাজ শুরু করতে পারবেন। আজ সন্ধ্যার মধ্যেই সেটি এলেই উদ্ধার অভিযান শুরু হবে। আগামীকালের মধ্যে কাজ শেষ করতে চেষ্টা করবেন।
এদিকে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা শফিউল কিন্জল জানান, ঘটনার পর থেকেই কোস্টগার্ড সর্বাত্মক নিরাপত্তা ও সহযোগিতা দিয়ে যাচ্ছে। উদ্ধার অভিযান শেষ হওয়া পর্যন্ত তা দিয়ে যাবে। যে জাহাজ বা নৌযান জাহাজটিকে ধাক্কা দিয়েছে সেটাকে এখনও চিহ্নিত করা যায়নি। তবে চিহ্নিতের চেষ্টা চলছে।
উল্লেখ্য, রবিবার ভোরে ভোলা সদর উপজেলার তুলাতুলি এলাকার মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে তেলবাহী জাহাজ ‘সাগর নন্দিনী-২’ এর সঙ্গে নোঙর করা আরেকটি জাহাজের সংঘর্ষ ঘটে। সংঘর্ষে সাগর নন্দিনী জাহাজের পেছনের তলা ফেটে তা পানিতে নিমজ্জিত হয়। জাহাজে থাকা মাস্টারসহ ১৩ নাবিককে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড। মেঘনার পানিতে ভেসে যায় ১১ লাখ লিটার জ্বালানি তেল । যার বাজারমূল্য ১০ কোটি টাকার ওপরে।
আই এইচ