নীলফামারীর কিশোরগঞ্জে গজ কাপড় দিয়ে মোড়ানো একটি ওষুধের কার্টনে একদিনের এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে নবজাতকটিকে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এরআগে সোমবার (২৬ ডিসেম্বর) রাতে গারাগ্রাম জুম্মারপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন রংপুর-ডালিয়া সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা য়ায়, ওই এলাকার শিরিন বেগম নামের এক নারী ময়লা ফেলার সন্ধ্যার পর রাস্তার পাশে যান। এসময় একজনকে রাস্তার পাশে ওষুধের কার্টন রেখে যেতে দেখতে পান। বাড়িতে এসে তিনি বিষয়টি স্বামীকে জানান। পরে ৯৯৯ নম্বরে কল দেওয়া হয়। পুলিশ এসে কার্টনটি খুলে দেখে একটি ছেলে নবজাতকের মরদেহ।
ব্যান্ডেজ করার গজ কাপড় দিয়ে শিশুটির মরদেহ মোড়ানো ছিল বলে জানান স্থানীয়রা।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বলেন, এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আই এইচ