শুরু হচ্ছে ১০ দিনব্যাপী সিটি আইটি মেগা ফেয়ার
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-২৭ ১৯:৪২:২০

বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি)-এর আয়োজনে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী সিটি আইটি মেগা ফেয়ার। আগামী বৃহস্পতিবার শুরু হয়ে রাজধানীর আগারগাঁও-এর আইডিবি ভবনে প্রযুক্তি পণ্যের এই মেলা চলবে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে মেলার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে।
এ সময় উপস্থিত ছিলেন বিসিএস (বাংলাদেশ কম্পিউটার সমিতি) কম্পিউটার সিটির প্রেসিডেন্ট এএল মজহার ইমাম চৌধুরী, সেক্রেটারি জেনারেল মাহবুবুর রহমান, সিটিআইটি মেগা ফেয়ার ২০২২-এর আহ্বায়ক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়াসহ অন্যান্যরা।
সংবাদ সম্মেলনে মজহার ইমাম চৌধুরী বলেন, দেশের বৃহত্তম কম্পিউটার ও ল্যাপটপ মেলা সিটি আইটি মেগা ফেয়ার ২০২২ উপলক্ষে মার্কেটজুড়ে থাকবে নানা ধরনের অফার-ছাড়, ডিসকাউন্ট। যারা স্পন্সর তারা ক্রেতাদের বাড়তি সুবিধা দেবেন। ১০ দিন ধরে চলবে এই আয়োজন। আয়োজন সফল করতে আয়োজকরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।
সিটিআইটি মেগা ফেয়ার ২০২২-এর আহ্বায়ক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া বলেন, এবারের মেলায় শিক্ষার্থীরা প্রাধান্য পাবে। এ ছাড়া মেলায় থাকছে ক্রেতা ও দর্শনার্থীদের জন্য গেমিং প্রতিযোগিতা, বেস্ট পিসি বিল্ডারর্স প্রতিযোগিতা, র্যাফেল ড্রসহ আরও অনেক আয়োজন।
প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা প্রাঙ্গণ উন্মুক্ত থাকবে।
আই এইচ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













