শুরু হচ্ছে ১০ দিনব্যাপী সিটি আইটি মেগা ফেয়ার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-২৭ ১৯:৪২:২০


বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি)-এর আয়োজনে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী সিটি আইটি মেগা ফেয়ার। আগামী বৃহস্পতিবার শুরু হয়ে রাজধানীর আগারগাঁও-এর আইডিবি ভবনে প্রযুক্তি পণ্যের এই মেলা চলবে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে মেলার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে।

এ সময় উপস্থিত ছিলেন বিসিএস (বাংলাদেশ কম্পিউটার সমিতি) কম্পিউটার সিটির প্রেসিডেন্ট এএল মজহার ইমাম চৌধুরী, সেক্রেটারি জেনারেল মাহবুবুর রহমান, সিটিআইটি মেগা ফেয়ার ২০২২-এর আহ্বায়ক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়াসহ অন্যান্যরা।

সংবাদ সম্মেলনে মজহার ইমাম চৌধুরী বলেন, দেশের বৃহত্তম কম্পিউটার ও ল্যাপটপ মেলা সিটি আইটি মেগা ফেয়ার ২০২২ উপলক্ষে মার্কেটজুড়ে থাকবে নানা ধরনের অফার-ছাড়, ডিসকাউন্ট। যারা স্পন্সর তারা ক্রেতাদের বাড়তি সুবিধা দেবেন। ১০ দিন ধরে চলবে এই আয়োজন। আয়োজন সফল করতে আয়োজকরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।

সিটিআইটি মেগা ফেয়ার ২০২২-এর আহ্বায়ক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া বলেন, এবারের মেলায় শিক্ষার্থীরা প্রাধান্য পাবে। এ ছাড়া মেলায় থাকছে ক্রেতা ও দর্শনার্থীদের জন্য গেমিং প্রতিযোগিতা, বেস্ট পিসি বিল্ডারর্স প্রতিযোগিতা, র‍্যাফেল ড্রসহ আরও অনেক আয়োজন।

প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা প্রাঙ্গণ উন্মুক্ত থাকবে।

আই এইচ