বছরের শুরু থেকেই নিজের প্রতিভার ঝলক দেখিয়ে যাচ্ছেন টাইগার পেসার আল আমিন। একের পর এক উইকেট নিয়ে ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, সাকিব আল হাসানের মত ক্রিকেটারকে পেছনে ফেলে এ বছর টি-টোয়েন্টি ফরমেটে উইকেট শিকারে উঠে এসেছেন এক নম্বরে।
২০১৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২২টি উইকেট নিয়েছেন টাইগার এই বোলার। ১৫ ম্যাচে ২১ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ভারতীয় স্পিনার অশ্বিন।
১৬ ম্যাচে ২০ উইকেট নিয়ে এ তালিকায় তৃতীয় স্থানে আছেন বিশ্বে অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব। সমান ম্যাচে ১৯ উইকেট নিয়ে চার নম্বরে আছেন ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহ। ১০ ম্যাচে ১৮ উইকেট নিয়ে পঞ্চম স্থানে আছেন সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক আমজাদ জাভেদ।
সানবিডি/ঢাকা/আহো