গ্রামীণ ব্যাংক-এইমস ফার্স্ট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৩-০১-০৪ ০৯:১৮:১৯


বে-মেয়াদী মিউচুয়াল ফান্ডের অনুমোদন পেয়েছে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি এইমস অব বাংলাদেশ লিমিটেড। ফান্ডটির নাম হলো গ্রামীণ ব্যাংক-এইমস ফার্স্ট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন।

আজ মঙ্গলবার  অনুষ্ঠিত বিএসইসির ৮৪৯তম কমিশন বৈঠকে ফান্ডটির প্রসপেক্টাস অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আলোচিত ফান্ডটির আকার হবে ১৫৭ কোটি ৫০ লাখ টাকা। এর মধ্যে উদ্যোক্তা গ্রামীণ ব্যাংক ১০০ কোটি টাকা দেবে, যা ফান্ডটির প্রাথমিক আকারের ৬৩ শতাংশ। বাকি অংশের মধ্যে প্রি আইপিও প্রাইভেট প্লেসমেন্টের ১৮ কোটি ১২ লাখ টাকা এবং ৩৯ কোটি ৩৮ লাখ টাকা সব বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। ফান্ডটির অভিহিত মূল্য ধরা হয়েছে ১০ টাকা।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে এর উদ্যোক্তা এইমস অব বাংলাদেশ লিমিটেড। ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আর কাস্টোডিয়ানের দায়িত্বে থাকবে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর