দক্ষিণ এশিয়াকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে সার্কভুক্ত দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে তৃতীয় সার্ক কৃষিমন্ত্রী সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘সার্কভুক্ত দেশগুলোর সমস্যা প্রায় একই রকম, তাই সমাধানও একই রকম হবে। একজন মানুষও যেন অনাহারে ও অপুষ্টিতে না ভোগে সেজন্য সার্কভুক্ত দেশগুলোকে এক জোটে হয়ে কাজ করতে হবে।’
সার্ক সিড ব্যাংক ও ফুড ব্যাংক প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে আমরা যেন একে অপরকে সহযোগিতা করতে পারি, সেজন্য সার্ক সিড ব্যাংক এবং ফুড ব্যাংক প্রতিষ্ঠা করতে হবে।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘সার্কভুক্ত দেশগুলোর উৎপাদিত খাদ্য একে অন্যের সঙ্গে বিনিময় করার উদ্যোগ নিতে হবে।’ কৃষির সব উপকরণ সহজ মূল্যে কৃষকদের কাছে পৌঁছে দিতে সদস্য দেশগুলোর সঙ্গে এক হয়ে কাজ করা জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
দেশের অর্থনৈতিক অবস্থা তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশে মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি আমরা। জিডিপি প্রবৃদ্ধির ৬ শতাংশের বৃত্ত ভেঙে আমরা ৭.০৫ শতাংশে উন্নীত করেছি। মাথাপিছু আয় ২০০৫-০৬ অর্থবছরের ৫৪৩ ডলার থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে ১ হাজার ৪৬৬ ডলার হয়েছে।’
কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- ভারতীয় কৃষিমন্ত্রী রাধা মোহন সিং ও সার্কের মহাসচিব অর্জুন বাহাদুর থাপা প্রমুখ।