অভিমানে সতীর্থদের আনফলো করলেন বেনজেমা
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-১২-২৯ ১০:০৫:৩৮

বিশ্বকাপের ফাইনালের পরদিন হঠাতই অবসর নেওয়ার ঘোষণা দেন ফ্রান্সের তারকা ফুটবলার করিম বেনজেমা। সে সময়ই দেশটির ফুটবল কোচ দিদিয়ের দেশমের সঙ্গে রিয়াল মাদ্রিদের এই তারকার দ্বন্দ্বের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।
কোচের পর এবার সতীর্থদের সঙ্গে তার দ্বন্দ্বের বিষয়টিও খোলাসা হয়েছে। বেশ কয়েকজন সতীর্থকে ইনস্টাগ্রামে আনফলো করার মধ্য দিয়ে এ দ্বন্দ্বের বিষয়টি সামনে আসে।
ইউরোপের কয়েকটির গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে জানা যায় ফ্রান্সের দলে থাকা ২৬ খেলোয়াড়ের মধ্যে ১৫ জনকেই আনফলো করেছেন বেনজেমা। এখন তার ইনস্টাগ্রামে ফলোয়িং তালিকায় আছেন কিলিয়ান এমবাপ্পে, মার্কোস থুরাম, এদুয়ার্দো কামাভিঙ্গা এবং রাফায়েল ভারান।
বিশ্বকাপ সংশ্লিষ্ট ও তার ভক্তদের বেশিরভাগ মনে করেন ইনজুরি থেকে ফিরে তাকে বিশ্বকাপ স্কোয়াডে নেওয়া হলেও ফাইনাল খেলায় নেওয়া হয়নি কারণ দেশমের সঙ্গে তার পুরনো দ্বন্দ্ব।
২০১৮ সালের ফ্রান্সের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন করিম বেনজেমা। দেশের হয়ে ৯৭টি ম্যাচে ৩৭টি গোল করেছেন তিনি।
সূত্র: আরব নিউজ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












