রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক সিরাজুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ শোক বাণী প্রকাশ করা হয়।
মরহুমকে শ্রদ্ধার সাথে স্মরণ করে রাবি উপাচার্য বলেন, সিরাজুল হকের মৃত্যু রাবি তথা বাংলাদেশে ভাষা ও সাহিত্য শিক্ষায় এবং গবেষণা কর্মকা-ে অপূরণীয় ক্ষতি। উপাচার্য ও উপ-উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
রাবিতে অধ্যাপনা জীবনে সিরাজুল হক বিভাগের সভাপতিসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলা একাডেমির সা’দত আলী আখন্দ সাহিত্য পুরস্কার ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ কয়েকটি পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। তিনি ‘মুসলিম সাহিত্য সমাজ: সমাজচিন্তা ও সাহিত্যকর্ম’ মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী, ডাক্তার লুৎফর রহমানসহ আরো কয়েকটি গ্রন্থের প্রণেতা এবং দীনবন্ধু মিত্রের নীল র্দপন ও কাজী আবদুল ওয়াদুদ রচনাবলীর চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ খ-ের সম্পাদক।
এ দিকে বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জোহর সাহেববাজার বড় মসজিদে দ্বিতীয় নামাজে জানাযা শেষে স্থানীয় হেতমখাঁ গোরস্থানে তাঁকে সমাহিত করা হয় বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে।
সানবিডি/ঢাকা/হৃদয়/এসএস