টি-টোয়েন্টির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার দেয়ার আগে মনোনয়ন পাওয়া চারজন ক্রিকেটারের নাম প্রকাশ করেছে আইসিসি। ২০২২ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হওয়ার দৌড়ে আছেন ভারতের সূর্যকুমার যাদব, জিম্বাবুয়ের সিকান্দার রাজা, ইংল্যান্ডের স্যাম কারান ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) আইসিসি তাদের এক বিবৃতিতে এমনটা জানিয়েছে । ২০২২ সালে মোট ৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সূর্যকুমার। ১৮৭.৪৩ স্ট্রাইক রেটে তিনি করেছেন ১ হাজার ১৬৪ রান।
এদিকে পুরো বছরে ৬৮টি ছক্কা হাঁকিয়েছেন সূর্যকুমার, যা বিশ্বরেকর্ড। পুরো বছরে দুটি সেঞ্চুরি ও নয়টি হাফ সেঞ্চুরিও করেছেন ভারতের এই মিডল অর্ডার ব্যাটার। এমন পারফরম্যান্সে এই বছর টি-টোয়েন্টি র্যাকিংয়ের শীর্ষেও উঠেছেন তিনি। যেখানে তার পয়েন্ট ছিল ৮৯০।
তালিকায় থাকা জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা পুরো বছরজুড়ে ম্যাচ খেলেছেন ২৪টি। যেখানে ৭৩৫ রানের পাশাপাশি ২৫টি উইকেটও নিয়েছেন তিনি। ব্যাটিংয়ে রাজার স্ট্রাইক রেট ছিল দেড়শর উপরে, আর বোলিংয়ে ইকোনমি রেট ছিল ৬.১৩।
তালিকায় থাকা ইংলিশ অলরাউন্ডার স্যাম কারান ২০২২ রানে খেলেছেন ১৯টি ম্যাচ। লোয়ার অর্ডারে ব্যাট হাতে ৬৭ রান ছাড়াও বল হাতে ২৫ উইকেট নিয়েছেন কারান। ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মিশনে কারান নেন ১৩টি উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হয়েছেন ম্যাচসেরা।
বর্ষসেরার দৌড়ে আরও আছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। এই বছর ২৫টি ম্যাচ খেলে ৯৯৬ রান করেন পাকিস্তানের এই ওপেনার। সঙ্গে উইকেটের পেছন থেকে নয়টি ক্যাচ ও তিনটি স্টাম্পিংও করেন তিনি।
এর আগে টেস্টের বর্ষসেরা তালিকায় চার ক্রিকেটারকে মনোনয়ন দিয়েছে আইসিসি। তারা হলেন- ইংল্যান্ডের জো রুট, শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নে, ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও নিউজিল্যান্ডের কাইল জেমিসন।
এএ