পহেলা বৈশাখ উপলক্ষে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নারীনেত্রীদের নিজের শাড়ি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর প্রিয় নেত্রীর কাছ থেকে এমন উপহার পেয়ে বেশ খুশি নারী নেত্রীরাও।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল সবার কাছে উপহার পৌঁছে দেন।
প্রিয় নেত্রীর এ উপহার বেশ যত্নসহকারে সংরক্ষণ করবেন বলে জানিয়েছেন তারা। এটা যে তাদের জীবনের শ্রেষ্ঠ উপহার। এ নিয়ে নিজেদের অনুভূতিও প্রকাশ করেছেন।
যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী নাসরিন হক বলেছেন, ‘জীবনের সেরা একটি উপহার পেলাম আজ। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার! আমৃত্যু এই উপহার আমার সাথেই থাকবে।’
নার্গিস মাহতাব বলেছেন, ‘পহেলা বৈশাখ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শাড়ি উপহার পেলাম। এটা আমার জীবনের শ্রেষ্ঠ উপহার।’
শামীন আলম আরজু তার বলেন, ‘প্রধানমন্ত্রী আপনার উপহার পেয়েছি। অপু আপা আমার হাতে শাড়িটি দিয়ে বলেন এ উপহার নেত্রী দিয়েছেন। এ কথা শুনে অনেক অনেক আনন্দ হয় আমার।’
নারীনেত্রী কামরুণ নাহার লিপি বলেছেন, ‘আমার জীবনের শ্রেষ্ঠ উপহার ১৬ কোটি বাঙালির প্রাণের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শাড়ি উপহার পেলাম। এ শাড়ির মাঝে খুঁজে পাই প্রধানমন্ত্রীর আদর, স্নেহ, মায়া-মমতা আর ভালোবাসা।’