রাজধানীতে মালিবাগ মোড়ে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি সংঘর্ষ হয়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমদিকে জামায়াতের অনুসারীরা যেন কর্মসূচি পালন না করেন, সেজন্য অনুরোধ জানান পুলিশের সদস্যরা। পরে তা না মেনে বিক্ষোভ মিছিল চালিয়ে যান তারা।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার শাহেন শাহ মাহমুদ বলেন, মালিবাগ মোড়ে নামাজ শেষে জামায়াতের ব্যানারে কিছু লোক মিছিল বের করার চেষ্টা করেন। কিন্তু তারা জামায়াত-শিবির কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের দাবি, ওই ব্যক্তিরা মিছিলের নামে পুলিশের ওপর আক্রমণ চালান। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।
এম জি