মেহেরপুরের মুজিবনগরে সরকারবিরোধী গোপন বৈঠক করার অভিযোগে বিপুল পরিমানে সাংগঠনিক বইসহ জামায়াতের আট নারী কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মুজিবনগর থানা পুলিশ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোপালনগর গ্রামের মোশারফ মাস্টারের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মুজিবনগরের গোপালনগর গ্রামের রকেয়া খাতুন, শিবপুর গাজী পাড়ার শম্পা খাতুন, মোনাখালী উত্তর পাড়ার ফাতেমা খাতুন, মোনাখালী বাজার পাড়ার হানিফা আক্তার বিউটি, শিবপুর মসজিদ পাড়ার হাফিজা খাতুন, রামনগর মধ্যপাড়ার রেজমিনা খাতুন, শিবপুর গলাকাটা পাড়ার সালেহার খাতুন এবং বিশ্বনাথপুর বড় মসজিদ পাড়ার সুমাইয়া জান্নাতি।
মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল এসব তথ্য নিশ্চিত করেছেন ।
ওসি জানান, নাশকতা ও সরকারবিরোধী কার্যকলাপ পরিচালনার উদ্দেশ্যে জামায়াতের কর্মীরা গোপন বৈঠক করছিলেন। এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় নাশকতা ও রাষ্ট্রবিরোধী আলোচনা চলার সময় জামায়াতে ইসলামীর আট নারী কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ ।
তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে এজাহার নামীয় আট জনসহ অজ্ঞাত পরিচয় ১২ থেকে ১৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
ওসি জানান, জামায়াতের আট নারী কর্মীকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এএ