ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়েছে।
গত মঙ্গলবার (২৭ ডিসেম্বর) হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মোদির মা হীরাবেন মোদি। পরে তাকে আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৩০ ডিসেম্বর) ভারতীয় সময় ভোর সাড়ে তিনটার দিকে মারা যান তিনি। এরপর পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন গান্ধীনগরে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।
যে দিন হীরাবেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেদিনও মাকে দেখে আসেন প্রধানমন্ত্রী মোদি। তবে, তিনি ঠিক কী কারণে অসুস্থ ছিলেন তা হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়নি।
এএ