রাজধানীতে ছুরিকাঘাতে মো. ফিরোজ আহমেদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১ জানুয়ারি) ভোরে শেরেবাংলা নগরের আগারগাঁও তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
ফিরোজ আহমেদের ভাই নূর নবী রিয়াজ বলেন, তালতলা এলাকার জাদুঘরের সামনে থেকে ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় ফিরোজকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এম জি