চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১৫ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের আর মাত্র ১৪ দিন বাকি। ইতোমধ্যে ৪ জন চেয়ারম্যান, ৬জন সংরক্ষিত আসনের মহিলা প্রার্থী ও সাধারণ সদস্য পদে ১০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান পদ প্রার্থী ৪ জনের সবাই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী।
বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্ব-স্ব রিটার্নিং অফিসার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যানদের নাম ঘোষণা করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- বাগানবাজার ইউনিয়নের মোঃ রুস্তম আলী (আ.লীগ), লেলাং ইউনিয়নে মোঃ সরোয়ার উদ্দিন (আ.লীগ), ধর্মপুর ইউনিয়নে মোঃ কাইয়ুম (আ.লীগ) ও সমিতিরহাট ইউনিয়নে মোঃ হারুনুর রশিদ ইমন (আ.লীগ)।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিতরা হলেন- জাফত নগর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে জাহানারা বেগম, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে জয়নুল আকতার বেগম, একই ইউনিয়নের ৭,৮ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে ইয়াছমিন আকতার ও সমিতিরহাট ইউনিয়নের সংরক্ষিত ১, ২, ৩ নং ওয়ার্ডে রেজিয়া সুলতানা, ৪, ৫, ৬ নং ওয়ার্ডে তাহেরা বেগম ও ৭, ৮, ৯ নং ওয়ার্ডে মরিয়ম বেগম, সমিতিরহাট ইউনিয়নে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে রেজিয়া বেগম, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে তাহেরা বেগম ৭, ৮ ও৯ নং ওয়ার্ডে মরিয়ম বেগম।
সাধারণ সদস্য পদে নির্বাচিতরা হলেন- লেলাং ইউনিয়নের ১নং ওয়ার্ডে আবুল হোসেন, ৪ নং ওয়ার্ডে মোঃ আজম খাঁন ৫ নং ওয়ার্ডে মোঃ সরোয়ার হোসেন, পাইন্দং ইউনিয়রেন ৯নং ওয়ার্ডে মোঃ আনোয়ারুল আজিম, বাগান বাজার ইউনিয়নের ২ নং ওয়ার্ডে আবুল কালাম ও ৪ নং ওয়ার্ডে মোঃ হাছান কবির, আবদুল্লাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মোঃ তৈয়ব আলী, ধর্মপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে আবুল কাসেম শাহজাহান ও ৯নং ওয়ার্ডে মোঃ শহিদুল ইসলাম, সমিতিরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মোঃ ফিরোজ আজম।
তাদের নির্বাচিত ঘোষণার সময় স্ব-স্ব রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে কর্মী সমর্থকদের নিয়ে আনন্দে মেতে উঠেন। কর্মী ও সমর্থকরাও তাদেরকে ফুলের মালা পড়িয়ে বরণ করেন।
সানবিডি/ঢাকা/আহো