পদ্মার পারে সচিবদের বৈঠক

প্রকাশ: ২০১৫-১০-১৭ ১৮:৫৮:৪৮


sssssপদ্মা সেতুর কাজ দ্রুত শেষ করা হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, চলতি বছরের ডিসেম্বরের শেষে পদ্মাসেতুর মূল পাইলিং কাজ শুরু হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই পদ্মসেতু প্রকল্পের কাজ শেষ হবে।

তিনি বলেন, প্রকল্প এল‍াকা ঘিরে অত্র অঞ্চলে যেসব উন্নয়ন কাজ হবে ‍তা মাথায় রেখেই প্রকল্পের কাজ চলবে। বাংলাদেশের নদীগুলো স্থান পরিবর্তন করে, এ বিষয়টিও মাথায় রেখে কাজ করতে হবে। প্রকল্প এলাকার ভূমিসহ সব রিসোর্স পরিকল্পনামাফিক ব্যবহার করতে হবে বলে জানান তিনি।

শনিবার সকাল ১০টায় পদ্মা প্রকল্প এলাকার মুন্সিগঞ্জের মাওয়া প্রকল্প এলাকার সার্ভিস এরিয়া-১ এর কার্যালয়ে বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠক শেষে সচিবরা প্রকল্প এলাকার তিনটি স্থান পরিদর্শন করছেন।

মন্ত্রিপরিষদ সচিব এর সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া বৈঠকে সচিব কমিটির সদস্যরা ছাড়াও অর্ধশতাধিক সচিব এ বৈঠকে উপস্থিত ছিলেন। পদ্মাসেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম প্রকল্পের অগ্রগতি ও বর্তমান বিভিন্ন দিক তুলে ধরেন।