গ্রামীণফোনকে সিম বিক্রির অনুমতি প্রদানের বিষয়টি বিবেচনাধীন
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২৩-০১-০১ ২০:০০:৫৯
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, গ্রামীণফোনের সিম বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে।
রোববার (১ জানুয়ারি) গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘গ্রামীণফোন গত কয়েক মাসে তাদের নেটওয়ার্কের অবকাঠামোগত উন্নয়ন করেছে।’
তিনি বলেন, ‘আমরা তাদের কাছ থেকে গত কয়েক মাসের অবকাঠামো উন্নয়নের যে রিপোর্ট পেয়েছি, তাতে অবস্থার অনেক উন্নতি দেখতে পেয়েছি। ফলে তাদের সিম বিক্রির ব্যান প্রত্যাহারের বিষয়টি আমরা বিবেচনা করব।’
এএ