ভারতীয় প্রিমিয়ার লীগের (আইপিএল) নবম আসরে খেলছেন দুইজন বাংলাদেশি ক্রিকেটার। সাকিব আল হাসান বরাবরের মতো আছেন দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সে। আর উদীয়মান পেসার মুস্তাফিজুর রহমান খেলবেন ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দারাবাদে।
আগামীকাল থেকে শুরু হচ্ছে আইপিএলের নবম আসর। নিজেদের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স পরের দিন দিল্লী ডেয়ারডেভিলসের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেনসে। অন্যদিকে মুস্তাফিজের দল প্রথম ম্যাচ খেলবে ১২ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে। এবারের আসরে আটটি দল একে অপরের বিপক্ষে খেলবে দু’টি করে ম্যাচ।
বাংলাদেশের দুই তারকা সাকিব ও মুস্তাফিজের দল প্রথম ম্যাচে মুখোমুখি হবে ১৬ এপ্রিল। এটি হায়দারাবাদের দ্বিতীয় ম্যাচ। আর কলকাতা ও হায়দারাবাদ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে এক মাসেরও বেশি সময় পর ২২ মে। দু’টি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪ টায়