বিদায়ী বছরে ৬ হাজার ৭৪৯টি সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ৯৫১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১২ হাজার ৩৫৬ জন।
সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়। সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী লিখিত বক্তব্যে এসব তথ্য জানান।
মোজাম্মেল হক জানান, দেশে সড়ক দুর্ঘটনায় ধারাবাহিক হত্যাকাণ্ড চলছে। এক বছরে ছয় গুণ যান বেড়েছে। চলছে ৪০ লাখ ইজিবাইক।
তিনি আরও জানান, এক বছরে ৬০৬টি রেল দুর্ঘটনায় নিহত হন ৫৫০ ও আহত ২০১ জন। পুরো বছরে ২৬২ নৌ দুর্ঘটনায় ৩৫৭ জন নিহত ও আহত ৩১৭ জন। এ ছাড়া নিখোঁজ ৭৪৩ জন। সব মিলিয়ে নৌ, সড়ক ও রেলপথে ৭ হাজার ৬১৭ দুর্ঘটনায় ১০ হাজার জন নিহত এবং ১২ হাজার ৮৭৫ জন আহত হয়েছে।
গত আট বছরের মধ্যে ২০২২ সালে সড়কে সর্বোচ্চ সংখ্যক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেছে বলেও জানানো হয়।
এম জি