২০২৩ সালের শুরুতেই যুক্তরাষ্ট্রের মুদ্রার দাম বেড়েছে। সোমবার (২ জানুয়ারি) আন্তর্জাতিক মুদ্রাবাজারে অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের মূল্য ঊর্ধ্বমুখী দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সাম্প্রতিক সময়ে ৬ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে গিয়েছিল ডলারের দর। অবশেষে সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানো শুরু করেছে প্রধান আন্তর্জাতিক মুদ্রা।
সুদের হার বৃদ্ধি কমাতে পারে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এ প্রত্যাশায় সম্প্রতি ডলারের তেজ কমেছে। ইংরেজি নববর্ষের প্রথম দিনও তা নিম্নমুখী ছিল।
তবে ব্রিটেন ও জাপানের বাজার খুলতেই ডলারের দাম উঠেছে। এদিন ডলার সূচক শূন্য দশমিক ১৬ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ৬৫ এ দাঁড়িয়েছে। এর আগে তা ছিল ১০৩ দশমিক ৩৮। গত ৬ মাসের মধ্যে যা সর্বনিম্ন।
একই দিনে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রধান মুদ্রা ইউরোর মান কমেছে ১ শতাংশের এক তৃতীয়াংশ। প্রতি ইউরোর মূল্য স্থির হয়েছে ১ দশমিক ০৬৮০ ডলারে।
জাপানি মুদ্রা ইয়েনের বিপরীতে ডলারের মূল্যমান সামান্য বেড়েছে। ডলারপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১৩০ দশমিক ৯৪ ইয়েনে।
গত ডিসেম্বরে ৫০ বেসিস পয়েন্ট সুদহার বাড়িয়েছে ফেড। এতেই মূলত খানিক চড়া হয়েছে ডলারের বাজার।
কমার্জব্যাংকের ফোরেক্স গবেষণা প্রধান উলরিখ লিউচম্যান বলেন, সদ্য বিদায়ী বছরে ব্যাপক শক্তি সঞ্চয় করেছিল ডলার। তবে সাম্প্রতিক সময়ে তা কিছুটা দুর্বল হয়েছে। যদিও নতুন বছরের শুরুতে এ মুদ্রামান সামান্য চড়েছে।
এএ