লংকাবাংলা ফাউন্ডেশন রাজশাহী জেলার দুস্থ ও শীতার্ত সাধারণ মানুষের প্রয়োজনে ও শীতের তীব্রতা থেকে রক্ষা করার জন্য শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেছে।
সোমবার (২ জানুয়ারি) রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় রাজশাহী সদরের কাদিরগঞ্জ, রেইল গেট বিন্দুর মোড়, নগর ভবনের কার্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচি আয়োজন করা হয়।
উক্ত কর্মসূচিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম. খায়রুজ্জামান (লিটন) এবং লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে এনাম ট্রেড ওয়ে ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান মোঃ এনায়েতুর রহমান এবং লংকাবাংলা ফাইন্যান্স এর বোর্ড সেক্রেটারিয়েট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান মোস্তফা কামাল, এফসিএ; চিফ ফাইন্যান্সিয়াল অফিসার শামীম আল মামুন, এফসিএ; ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন এন্ড ম্যানেজমেন্ট প্রধান মোহাম্মদ মাহফুজুল ইসলাম; ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশনস প্রধান মোঃ রাজিউদ্দিন; রাজশাহী শাখা প্রধান মহিবুল হাসান সজল সহ উল্লেখিত সকল প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এএ