গাজীপুর মহানগরীর জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি মার্কেটে শনিবার (৯ এপ্রিল) সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই মার্কেটের সাতটি দোকান পুড়ে গেছে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই মার্কেটে আনোয়ার হোসেনের তেলের দোকানে আগুন লাগে।
মুহূর্তের মধ্যে আগুন পাশের মো. সাদ্দাম, হযরত আলী, মো. মোস্তফা, রেজাউল ও সেলিম মিয়ার দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। আগুনে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে তিনি জানান।
সানবিডি/ঢাকা/এসএস