গ্রামীণফোনের সিম বিক্রিতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-০৩ ০৯:৪৫:২০


মোবাইল অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে সিম বিক্রি করতে পারবে গ্রামীণ।

সোমবার (২ জানুয়ারি) নিষেধাজ্ঞা প্রত্যাহারের চিঠি পায় গ্রামীণ। এরআগে রোববার (১ জানুয়ারি) বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) বৈঠকে গ্রামীণ ফোনের সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়৷

প্রসঙ্গত, সেবার মানের প্রশ্নে গত বছরের ২৯ জুন গ্রামীণফোনের সব ধরনের সিম বিক্রি বন্ধের নির্দেশনা দেয় বিটিআরসি। এরপর ১৩ লাখ রিসাইকেল সিম বিক্রির অনুমতি দিয়ে কিছুদিন পর তা আবার প্রত্যাহার করা হয়। পরে সম্প্রতি সরকারি-বেসরকারি দপ্তর-প্রতিষ্ঠানে ৭৮ হাজার সিম বিক্রির অনুমতি দেয়া হয় গ্রামীণফোনকে। এর মধ্যে ২০২২ সালের ২৫ নভেম্বর বিটিআরসিকে দেওয়া এক চিঠিতে সেবার মানোন্নয়নে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিশ্রুত কেপিআই (কি পারফরম্যান্স ইন্ডিকেটর) পূরণ করার কথা জানায় অপারেটরটি।

এম জি