বিএনপি কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, সমাবেশে ১০ লক্ষ মানুষের কথা বলে ৫০ হাজার মানুষের জমায়েত করেছে বিএনপি। নেতারা কর্মীদের কাছে মুখ দেখাতে পারছে না।
মঙ্গলবার (৩ জানুয়ারি) বনানী কবরস্থানে সৈয়দ আশরাফুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
এ সময় তিনি বলেন, বিএনপির হাঁকডাক খালি কলসি বাজার মতো। তাদের আন্দোলনে জনসম্পৃক্ততা নেই। এমনকি দলের কর্মীরাও তাদের সাথে নেই।
এ সময় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মন্ত্রী বলেন, তার মৃত্যু ছিল অপ্রত্যাশিত। দলের সাধারণ সম্পাদক হিসেবে পরিশীলিত ছিলেন তিনি। তার লোভ লালসা ছিল না। নতুন প্রজন্মের কাছে তার আর্দশ অনুসরণীয়।
এম জি