রুশ বাহিনী ইউক্রেনে দীর্ঘমেয়াদি ড্রোন হামলার পরিকল্পনা করছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলছেন, গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পেরেছেন, ইরানের তৈরি শাহেদ-ড্রোন দিয়ে এ হামলা চালাবে রাশিয়া।
সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরে বলা হয়, দনবাস অঞ্চলে হামলায় শত শত রুশ সৈন্য নিহত হয়েছেন—এমন দাবি করার পরই জেলেনস্কি রুশ বাহিনীর পরিকল্পনার কথা বলেন।
জেলেনস্কি আরও বলেন, ‘অন্যান্য সন্ত্রাসীর মতো তাদেরও এমন লক্ষ্য যেন ব্যর্থ হয়, সে জন্য আমরা সবকিছু করব। আকাশ রক্ষায় যারা নিয়োজিত, তাদের প্রত্যেককে এখন বিশেষভাবে মনোযোগী হতে হবে।’
এদিকে, সাম্প্রতিক সময়ে ইউক্রেনে রুশ ড্রোন হামলা বেড়েছে। নতুন বছর শুরুর পর তিন দিন ধরে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে রাশিয়া। তবে ইউক্রেনের দাবি, বছরের শুরুতেই হামলায় ব্যবহৃত ইরানের তৈরি ৮০টির বেশি ড্রোন ভূপাতিত করেছে তারা।
এম জি