মাগুরার মহম্মদপুরে এক কৃষককে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। উপজেলার মৃধাপাড়া গ্রাম এলাকায় সোমবার (২ জানুয়ারি) রাতে সাড়ে ১১টার দিকে এঘটনা ঘটে।
নিহত মোশারফ হোসেন মৃধা (৪৭) একই গ্রামের মৃত নুরুর হোসেন মৃধার ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে কৃষক মোশারফ হোসেন মৃধা বাড়ি ফিরছিলেন। এ সময় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাকে পথে একা পেয়ে কুপিয়ে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে। হত্যার কারণ এখনো জানা যায়নি।
মাগুরার মহম্মদপুর থানার ওসি অসিত কুমার রায় জানান, গ্রাম্য দলাদলীর কারণে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয়্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়। এখনো কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশি তদন্ত চলছে।
এম জি