ভারতে চলতি অর্থবছরের প্রথম আট মাসে (এপ্রিল-নভেম্বর) ভারতের কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ১৬ শতাংশ বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, রফতানি বাড়ার প্রধান কারণ ইতিবাচক উৎপাদন এবং ক্রেতা দেশগুলোয় ঊর্ধ্বমুখী চাহিদা। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।
এ বিষয়ে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানায়, চলতি অর্থবছরের জন্য যে পরিমাণ কৃষি ও প্রক্রিয়াজাত পণ্য রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তার ৭৪ শতাংশই আট মাসে অর্জিত হয়েছে। বছরের বাকি সময়ে লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যেতে পারে রফতানি। ২০২২-২৩ অর্থবছরে ২ হাজার ৩৫৬ কোটি ডলারের রফতানি লক্ষ্যমাত্রা রয়েছে।
প্রাথমিক তথ্যানুযায়ী, গত অর্থবছরের প্রথম আট মাসে দেশটি ১ হাজার ৫০৭ কোটি ডলারের কৃষি ও প্রক্রিয়াজাত পণ্য রফতানি করেছিল। এ বছরের একই সময় রফতানি করা হয়েছে ১ হাজার ৭৪৩ কোটি ডলারের পণ্য।
এপ্রিল-নভেম্বর পর্যন্ত প্রক্রিয়াজাত ফল ও সবজি রফতানি ৩২ দশমিক ৬০ শতাংশ বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় তাজা ফল রফতানি বেড়েছে ৪ শতাংশ।
এছাড়া ডাল রফতানি ৯০ দশমিক ৪৯ শতাংশ, বাসমতি চাল ৩৯ দশমিক ২৬, পোলট্রি পণ্য ৮৮ দশমিক ৪৫, দুগ্ধপণ্য ৩৩ দশমিক ৭৭ ও গম রফতানি ২৯ দশমিক ২৯ শতাংশ বেড়েছে।
এনজে