দেশে রাজনৈতিক সংকট চলছে: নজরুল
প্রকাশ: ২০১৫-১০-১৭ ১৯:০২:১৯
নজরুল ইসলাম খান বলেন, দলীয় পদ্ধতিতে নির্বাচনের নামে ৫ জানুয়ারি একটি ভাগবাটোয়ার নির্বাচন করেছে আওয়ামী লীগ। দেশের জনগণ সে নির্বাচনে ভোট দিতে পারেনি। তিনি বলেন, এ জন্য আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি করছি।
বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, বিএনপি সত্যিকারের গণতন্ত্রের জন্য আন্দোলন করছে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন করছেন।
তিনি বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য আওয়ামী লীগ দীর্ঘ দিন ধরে আন্দোলন করেছে। আমরা তাদের দাবির প্রেক্ষিতে আইন পাস করেছি। কিন্তু ক্ষমতায় এসে আওয়ামী লীগ যখন দেখলো তাদের সঙ্গে জনগণ নেই, তখন থেকেই ষড়যন্ত্র শুরু করেছে।
নজরুল ইসলাম খান বলেন, তারা সব সময়ে ক্ষমতাকেই বড় করে দেখেছে। স্বাধীনতার তিন বছরের মাথায় গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করেছিল।
তিনি বলেন, আওয়ামী লীগ জনগণ ও রাষ্ট্রের জন্য যা করা প্রয়োজন তা করেনি। এবার ক্ষমতায় এসে জনগণের রায় না নিয়ে নিরপেক্ষ নির্দলীয় পদ্ধতি বাতিল করে দলীয় পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করে। এ সরকার জাসদের মতো সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে স্বৈরাচারীদের পাশে বসিয়ে সন্ত্রাসী ও স্বৈরাচারীর বিরুদ্ধে বক্তব্য দেয় বলেও মন্তব্য করেন বিএনপির এ জ্যেষ্ঠ নেতা।
সংগঠনের আহ্বায়ক জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ বক্তব্য রাখেন।