বিচার বিভাগ স্বাধীন নয় বলেই ন্যায়বিচার পাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দলের নেতাদেরকে মুক্ত করার পাশাপাশি দেশের গণতন্ত্র মুক্ত করার ঘোষণা দিয়েছেন তিনি।
বিএনপি নেতাদের মুক্তির দাবিতে মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এই ঘোষণা দেন গয়েশ্বর চন্দ্র রায়।
গয়েশ্বর বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে অমানবিকভাবে আটকে রাখা হয়েছে। বিচারবিভাগের স্বাধীনতা নেই বলেই খালেদা জিয়াসহ নেতারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।
আন্দোলন-সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার ও নেতাকর্মীদের মুক্ত করা হবে বলে এ সময় উল্লেখ করেন বিএনপির এ নেতা। আরও বলেন, অপশাসনের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়ালে কেউ তাদের আটকে রাখতে পারবে না।
এম জি