রাশিয়া থেকে সুইজারল্যান্ডের ৩৭ কোটি ডলারের স্বর্ণ আমদানি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-০৪ ০৯:৫০:০২
রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়াকে বিশ্ব অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করতে সব ধরনের পণ্য আমদানি-রফতানিতে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো। কিন্তু এমন পরিস্থিতির মধ্যেও রাশিয়া থেকে লক্ষণীয় মাত্রায় স্বর্ণ আমদানি বাড়িয়েছে সুইজারল্যান্ড। দেশটির কাস্টমস বিভাগের তথ্যের বরাতে তাগেস আনজাইগার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। খবর আরটি।
২০২২ সালের আগস্টে রাশিয়া থেকে স্বর্ণ ও স্বর্ণজাত পণ্যসংক্রান্ত বাণিজ্য বন্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞার সঙ্গে যুক্ত হয় সুইজারল্যান্ড। কিন্তু দেশটি থেকে স্বর্ণ আমদানিতে খুব বেশি প্রভাব ফেলতে পারেনি এ নিষেধাজ্ঞা।
মহামূল্যবান ধাতুটি প্রক্রিয়াজাতে সুইজারল্যান্ড বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় কেন্দ্র হিসেবে পরিচিত। সুইজারল্যান্ডের শুল্ক বিভাগের তথ্যানুযায়ী, গত বছরের নভেম্বরে রাশিয়া থেকে ৩৭ কোটি ডলার মূল্যের ৬ দশমিক ৪ টন স্বর্ণ আমদানি করে সুইজারল্যান্ড। তবে কে বা কারা স্বর্ণ কিনেছে সে বিষয়ে কোনো নাম-পরিচয় জানা যায়নি। তাগেস আনজাইগারের ভাষ্য অনুযায়ী, অধিকাংশ স্বর্ণই সুইজারল্যান্ডে প্রবেশ করেছে তৃতীয় কোনো দেশ বিশেষ করে দুবাইয়ের ভেতর দিয়ে। অন্যদিকে সুইজারল্যান্ডের অ্যাসোসিয়েশন অব প্রেসাস মেটাল ম্যানুফ্যাকচারারস ও ডিলাররা আমদানির বিষয়টি অস্বীকার করে বলেন, স্বর্ণ নিয়ে রাশিয়ার সঙ্গে আমাদের কোনো লেনদেন নেই।
এনজে