অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল অভিনয়ে ফিরবেন ঢালিউডের এক সময়ের আলোচিত চিত্রনায়িকা পূর্ণিমা। তবে কবে ফিরছেন এটা কেউই নিশ্চিতভাবে বলতে পারছিলেন না। এমনকি মাঝে রেদওয়ান রনির নতুন ধারাবাহিক ‘ক্যান্ডি ক্র্যাশ’-এ অভিনয়ের কথা থাকলেও শারীরিক অসুস্থতার জন্য সেটার শুটিং করতে পারেন নি তিনি।
তবে দর্শকের জন্য খুশির সংবাদ হচ্ছে এবারের ঈদের নাটকে দেখা যাবে চিত্রনায়িকা পূর্ণিমাকে। বৃহস্পতিবার থেকে মৌলভীবাজারে ঈদের জন্য নির্মাণাধীন একটি নাটকের শুটিং শুরু করেছেন তিনি। সেখানে শুটিং করার ফাঁকে পূর্ণিমা বলেন, ‘হ্যাঁ, এবারের ঈদে দর্শকের জন্য একটি খণ্ড নাটকে কাজ করছি।
এর নাম ‘লাভ অ্যান্ড কোং’। এখানে আমার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ।’ নাটকটির পরিচালনা করছেন মাসুদ সেজান। ওই নাটকের আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মিশু সাব্বির, সাবিলা নূর, শাহরিয়ার নাজিম জয়, শামিমা নাজনীন প্রমুখ।
সানবিডি/ঢাকা/এসএস