নববর্ষ উৎসব পালনকে ‘বিধর্মীদের সংস্কৃতি’ আখ্যা দিয়ে রাষ্ট্রীয়ভাবে এ উৎসব পালন বন্ধের দাবি জানিয়েছেন আওয়ামী ওলামা লীগের সাধারণ সম্পাদক মাওলানা মো. আবুল হাসান শেখ।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগসহ সমমনা ১৩ সংগঠনের আয়োজনে আয়োজিত এক মাববন্ধনে তিনি এ দাবি জনান।
আবুল হাসান শেখ বলেন, ‘পহেলা বৈশাখে মঙ্গল প্রদীপ জ্বালানো, উলুধ্বনি দেয়া, শাখ বাজানো, মঙ্গল কলস সাজানো, ঢাক-ঢোলের ব্যবহার, মুখোশ পরে শোভাযাত্রা, মুসলিম মহিলাদের সিঁথিতে সিদুর দেয়া বিধর্মীদের কাজ। এর মধ্যে দিয়ে মুসলমানদের ইসলামহীন করার লক্ষ্যে অপতৎপরতা চালানো হচ্ছে। তাই এ অপতৎপরতা বন্ধে রাষ্ট্রীয়ভাবে নববর্ষ উৎযাপন বন্ধ করা উচিত এবং করতে হবে।’
‘পহেলা বৈশাখ ও চৈত্র সংক্রান্তির সাথে ইসলামের কোনো বিরোধ নেই’ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘ইনু বামপন্থি এ দেশের গণতন্ত্রকে হত্যা করে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার কাজ করে যাচ্ছেন তিনি। পাশাপাশি ধর্মজ্ঞানহীন হয়ে তিনি ইসলাম বিষয়ে ফতোয়া দেন কিভাবে!’
অর্পিত সম্পত্তি ও দেবোত্তর সম্পত্তি আইন বাতিলের দাবি জানিয়ে তিনি আরো বলেন, ‘এসব আইন করে মুসলমানদের বঞ্চিত করা যাবে না। রাষ্ট্রীয় সম্পত্তি ও ক্ষতিগ্রস্থ মুসলমানদের সম্পত্তি রক্ষায় এসব আইন বাতিল করতে হবে।’
‘প্রচলিত আইনে তনু হত্যার বিচার সম্ভব নয়’ প্রধান বিচারপতির এমন বক্তব্যের তীব্র প্রতিবাদও জানানো হয় এ মানববন্ধন থেকে।
মানববন্ধনে আরো বক্তব্য দেন- সম্মিলিত ইসলামী পরিষদের সভাপতি মো. আব্দুস সাত্তার, বঙ্গবন্ধু ওলামা ফাউন্ডেশন মুফতি মাসুম বিল্লাহ, জাতীয় কোরআন শিক্ষা মিশন শিক্ষা পরিষদের সভাপতি মো. আবু বক্কর সিদ্দীকী প্রমুখ।