উচ্চমূল্যের বিভিন্ন পোশাক তৈরির কারখানা স্থাপনে চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করবে চীনা মালিকানাধীন কোম্পানি এসএসএইচ (বিডি) সাসটেইনেবল ফ্যাশন কোম্পানি লিমিটেড। কোম্পানিটি এ জন্য ২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার বা ২৪০ কোটি টাকা (প্রতি ডলার ১০০ টাকা ধরে) বিনিয়োগ করবে।
এসএসএইচ সাসটেইনেবল ফ্যাশন বছরে ৩ কোটি ৬০ লাখ জ্যাকেট, ব্লেজার, স্যুট, শার্ট, প্যান্ট, ট্রাউজার, জার্সি, টি-শার্ট, শর্টস, সুইমিংস্যুট, হুডি, ইউনিফর্মসহ বিভিন্ন ধরনের উচ্চমূল্যের পোশাক উৎপাদন করবে। কারখানাটি উৎপাদনে এলে সেখানে কর্মসংস্থান হবে ২ হাজার ৬২ জন বাংলাদেশির।
বুধবার (৪ জানুয়ারি) রাজধানীর গ্রিন রোডে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) কার্যালয়ে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করা হয়।
বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও এসএসএইচ সাসটেইনেবল ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক সান জি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, সদস্য মোহাম্মদ ফারুক আলম, নাফিসা বানু প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশের বাইরে এসএসএইচ সাসটেইনেবল ফ্যাশনের মিয়ানমার, কম্বোডিয়া ও চীনে আরও ১১টি শিল্পকারখানা রয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১৬টি প্রতিষ্ঠান বিনিয়োগের চুক্তি করেছে। তাদের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৩৮ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।
এএ