সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫ হাজার ২ বারে ২ লাখ ৬৭ হাজার ১৪২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ৬৩ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে মনোস্পুল পেপারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৪২২ বারে ১ লাখ ১৬ হাজার ৬২৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৯৯ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা কোহিনুর কেমিক্যালের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ২৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৮৯ বারে ১৪ হাজার ৮১৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- মুন্নু সিরামিকের ৩.৮০ শতাংশ, জেমিনি সী ফুডের ৩.৭৬ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৩.৬২ শতাংশ, বিডি থাই ফুডের ৩.৪৬ শতাংশ, আমরা টেকনোলজিসের ২.৯৬ শতাংশ, এডিএন টেলিকমের ২.৭২ শতাংশ এবং লুব-রেফের শেয়ার দর ২.৭১ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস