বিপিএল নিয়ে সাকিব আল হাসানের সমালোচনার জবাবে বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, সাকিব কোন প্রেক্ষাপটে এমন মন্তব্য করেছেন, তা আগে জানা দরকার। আমাদের সেটা জানা নেই। তবে সাকিব যদি বিসিবির সীমাবদ্ধতা জানতেন, তাহলে হয়তো এমন মন্তব্য করতেন না।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিপিএলের টাইটেল স্পন্সরশিপ ঘোষণা অনুষ্ঠান শেষে সাকিবের মন্তব্যের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি এ কথা বলেন।
এর আগে বুধবার (৪ জানুয়ারি) মাত্র ১ দিনের জন্য গালফ অয়েল বাংলাদেশ লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসারের দায়িত্ব নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সাকিব। বিপিএল আয়োজনে যদি সিইও হতেন তাহলে কী ভূমিকা রাখতেন? এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেছিলেন, আমাকে যদি সিইও দায়িত্ব দেওয়া হয় বিপিএলের, আমার বেশিদিন লাগবে না। আমার ধারণা ১ থেকে ২ মাস লাগবে সবকিছু ঠিক করতে- ম্যাক্সিমাম। খুব বেশি হলে দুই মাসও লাগার কথা না। দুই মাস তো অনেক দূরের কথা বলেছি।
চলতি বিপিএলের সিইও হলে কি করবেন এমন প্রশ্নে তিনি বলেন, এই মৌসুমের সবকিছু বাদ দিয়ে আবার ড্রাফট হবে, অকশন হবে। ফ্রি টাইমে বিপিএল হবে, সব আধুনিক টেকনোলজি থাকবে। ব্রডকাস্ট ভালো থাকবে হোম এন্ড অ্যাওয়ে ভেন্যু থাকবে।
এম জি