বাংলাদেশে সিরিজ খেলার জন্য প্রস্তাব দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তবে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড শুধুমাত্র টেস্ট ম্যাচ খেলার আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন পাপন।
পাপন জানান, আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশে সিরিজ খেলতে চায় ওয়েস্ট ইন্ডিজ। তবে বিসিবির পক্ষ থেকে এখনও কিছু বলা হয়নি। এ বিষয়ে আগামী রোববার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।
এদিকে একটি সূত্র জানিয়েছে, একটি টেস্ট খেলার প্রস্তাব দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে বাংলাদেশ টেস্টের পাশাপাশি ক্যারিবীয়দের সঙ্গে ওয়ানডেও খেলতে চাইছে।
বাংলাদেশের পরবর্তী সিরিজ আগস্টে ভারতের সঙ্গে। তাই ওয়েস্ট ইন্ডিজের প্রস্তাবটি গুরুত্বসহকারে দেখছে বিসিবি। আগস্টে ভারতের বিপক্ষে একটি টেস্ট খেলার কথা রয়েছে টাইগারদের।
তবে বিসিবির পক্ষ থেকে টেস্টের পাশাপাশি টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দেয়া হয়েছে বলে জানা গেছে।
সানবিডি/ঢাকা/আহো