ভোলা সদর উপজেলার মেঘনার তুলাতুলি এলাকায় একটি ফিশিং বোট থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ২২ কোটি টাকার শাড়ি ও মেডিকেল সামগ্রী উদ্ধার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড দক্ষিণ জোন অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন্স লে. এম মমিনুল ইসলাম।
তিনি জানান, নদী পথে শুল্ক ফাঁকি দিয়ে পণ্য আনার গোপন সংবাদে তারা মেঘনা নদীতে অভিযান চালায়। গত ৩ জানুয়ারি ভোলার সদর উপজেলার তুলাতুলি সংলগ্ন মেঘনা নদীতে সন্দেহজনকভাবে চলাচলের সময় এফ.বি আবিদ নামে একটি ফিশিংবোট তাড়া করে। বোটটির গতিরোধ করতে চাইলে উল্টো কোস্টগার্ডের স্পিডবোট ডুবিয়ে দেয়ার চেষ্টা করে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে কোস্টগার্ড ৪ রাউন্ড গুলি করলে ফিশিংবোট নদীর পাড়ে ফেলে তারা পালিয়ে যায়। পরে বোটে তল্লাশি চালিয়ে ১৭ হাজার ৮২৪ পিস ভারতীয় শাড়ি, ১৬৬টি থ্রি পিস ও ৬ হাজার ৪৪২ পিস মেডিকেল সামগ্রী উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য ২১ কোটি ৯০লাখ ৭৫ হাজার টাকা।
উদ্ধার মালামালের বিষয়ে দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন্স লে. এম মমিনুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মালামাল ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জড়িত সন্দেহে সাতক্ষীরা ও পটুয়াখালীর চার ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে। তবে তদন্তের সুবিধায় আসামিদের নাম প্রকাশ করা যাচ্ছে না।’
এএ