চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মেয়েকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন আয়েশা সিদ্দিকা (২৫) নামে এক মা। শনিবার দুপুরে উপজেলার চৌডালা এলাকায় এ ঘটনা ঘটে।
তারা হলো, আর্থিক সংস্থা আশার কর্মী আপেল মাহমুদের স্ত্রী আয়েশা সিদ্দিকা (২৫) ও তার মেয়ে রাইশা মাহমুদ (৫)। এ ঘটনায় স্বামী আপেল মাহমুদকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
আশার কর্মী আপেল মাহমুদ জানান, সকাল ৭টায় তিনি নাস্তা করে অফিস চলে যান এবং দুপুর ১টার দিকে বাড়িতে এসে দেখেন ঘরের দরজা ভেতর থেকে লাগানো রয়েছে। তিনি ডাকাডাকি করে স্ত্রী ও মেয়ের কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ বেলা আড়াইটার দিকে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মা আয়েশা এবং বিছানা থেকে মেয়ে রাইশার মরদেহ উদ্ধার করে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ পাঠিয়েছে।
এ ব্যাপারে গোমস্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার গোলাম মোর্ত্তুজা জানান, আয়েশা সিদ্দিকার বাবার বাড়ি শিবগঞ্জ উপজেলার বাগানটুলি গ্রামে। তারা চৌডালা পুরাতন বাজার গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন। ধারণা করা হচ্ছে- মেয়েকে শ্বাসরোধে হত্যার পর মা আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য জানা যাবে। এ ঘটনায় আপেল মাহমুদকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলেও জানান ওসি।
সানবিডি/ঢাকা/আহো