আগামী ২০২২ সালে উৎপাদনে যাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখান থেকে পাওয়া যাবে ২৪০০ মেগাওয়াট বিদুৎ। উৎপাদন খরচ পড়বে প্রতি ইউনিট তিন টাকা। ২০১৭ সালের আগস্টে ভিত্তিপ্রস্থর স্থাপন হবে প্রকল্পটির।
আজ শনিবার পাবনার রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব সিরাজুল হক খান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময় অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আলী জুলকার নাইন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিচালক ড. মো. শওকত আকবর, সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (তথ্য অধিদপ্তর) মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/আহো