হিলিতে কাঁচা মরিচের দাম বেড়ে দ্বিগুণ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-০৭ ১২:৪০:২৬
দিনাজপুরের হিলিতে সরবরাহ কমার অজুহাতে এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। এক সপ্তাহ আগে প্রতি কেজি কাঁচামরিচ ২৫-৩০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৫০-৬০ টাকা। হঠাৎ করে কাঁচামরিচের দাম বাড়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।
হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা মনিরুল ইসলাম বলেন, শীতকালে সাধারণত সবজির দাম কম থাকে, কিন্তু এবার উল্টোটা হচ্ছে। কয়েকদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। গত সপ্তাহে যে কাঁচামরিচ ২৫-৩০ টাকা কেজি কিনেছিলাম, আজ সেটা কিনতে হচ্ছে ৫০-৬০ টাকায়। কাঁচামরিচের দাম বাড়তি হওয়ায় ক্রয়ের পরিমাণ কমিয়ে দিতে হচ্ছে।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, বাজারে কোনো ব্যবসায়ী যেন পণ্যের অহেতুক দাম বৃদ্ধি করতে না পারে, সেজন্য নিয়মিত বাজার মনিটরিংসহ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের কোনো অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।
এনজে