বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বনিম্ন গমের দাম
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২৩-০১-০৭ ১৮:২৯:৩৬
শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গমের ভবিষ্যৎ সরবরাহ মূল্য বেড়েছে। তবে সাপ্তাহিক ভিত্তিতে চলতি সপ্তাহে গত ৬ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে খাদ্যশস্যটির দাম। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
ব্রিটিশ প্রভাবশালী সংবাদমাধ্যমটি জানিয়েছে, কৃষ্ণসাগর বন্দর দিয়ে খাদ্যপণ্যের সরবরাহ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ফলে গমের দরপতন হয়েছে।
সিবিওটিতে সবচেয়ে সক্রিয় গমের চুক্তি মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৭ শতাংশ। প্রতি বুশেলের দর স্থির হয়েছে ৭ ডলার ৫২ সেন্টে।
তবে এই সপ্তাহে গমের দাম কমেছে ৫ শতাংশ। সাপ্তাহিক ভিত্তিতে গত ১৫ জুলাইয়ের যা সবচেয়ে কম।
ব্যবসায়ীরা বলছেন, বিশ্বব্যাপী প্রচুর গম সরবরাহ করছে রাশিয়া ও ইউক্রেন। মূল্যও তুলনামূলক কম। এতে খাদ্যশস্যটির পর্যাপ্ত মজুত বেড়েছে।
পণ্য গবেষণা এক নোটে কমার্জব্যাংক লিখেছে, স্বল্প সময়ে বাজারে প্রচুর পরিমাণে গমের সরবরাহ করা হয়েছে বলে মনে হচ্ছে।
তবে এসময়ে সয়াবিনের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়েছে। বুশেলপ্রতি যার মূল্য নিষ্পত্তি হয়েছে ১৪ ডলার ৮১ সেন্টে। পাশাপাশি ভুট্টার দর ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ৬ ডলার ৫৭ সেন্টে।
এএ