সাবেক তথ্যমন্ত্রী হাবিব উল্লাহ খান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ছয়টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।
হাবিব উল্লাহ খান সত্তরের দশকে তথ্যমন্ত্রী এবং আশির দশকে পাটমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৯ সালে তৎকালীন কুমিল্লা-৫ (বর্তমান ব্রাহ্মণবাড়িয়া-৫) আসন থেকে বিএনপির সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তার মৃত্যুতে শোক জানিয়েছে বিএনপি।
হাবিব উল্লাহ খান দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত ছিলেন। আর তার স্ত্রী সালমা খান ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। গত জুলাইয়ে সালমা খান মারা যান।
হাবিব উল্লাহ খান ও সালমা খানের একমাত্র মেয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বসবাস করেন। বাবার মৃত্যুর খবরে তিনি দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে।
এম জি