করোনা সংক্রমণ মোকাবিলায় হিমশিম খাচ্ছে চীন। এরই মধ্যে বিদেশফেরত ব্যক্তিদের ক্ষেত্রে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের বিধি বাতিল করেছে দেশটি। এর মাধ্যমে শূন্য কোভিড নীতি থেকে পুরোপুরি সরে এলো চীন। খবর আলজাজিরার।
২০২০ সাল থেকে চীনে শূন্য কোভিড নীতির আওতায় কঠোর বিধিনিষেধ চলছিল। তবে সম্প্রতি এসব বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভ করেন বাসিন্দারা। পরে বিক্ষোভের মুখে গত মাসের শুরুর দিকে অধিকাংশ বিধিনিষেধ তুলে নেয় চীন সরকার। এরপর থেকেই দেশটিতে করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকে।
রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) জানায়, নতুন বিধির আওতায় শনিবার দিবাগত রাত ১২টার দিকে প্রথম যাত্রীবাহী বিমান দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজু ও শেনজেনের বিমানবন্দরে অবতরণ করে।
এসব ফ্লাইটে ৩৮৭ জন যাত্রী ছিলেন। তারা সিঙ্গাপুর ও কানাডার টরন্টো থেকে চীনে আসেন। তবে বিমানবন্দরে নেমে তাদের করোনা পরীক্ষা করতে হয়নি। এমনকী পাঁচ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হয়নি।
এম জি