ব্রাজিল বাংলাদেশের তৈরি পোশাকের বড় বাজার হতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস।
রোববার (৮ জানুয়ারি) সকালে গণভবনে সৌজন্য সাক্ষাতে গেলে প্রধানমন্ত্রীর সঙ্গে এ কথা বলেন তিনি।
এসময় বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্য সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে ব্রিফিংয়ে জানানো হয়- মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে জোর দেন প্রধানমন্ত্রী। ব্রাজিলের বাজারে, বাংলাদেশের ওষুধ রপ্তানি সহজ করতে কিছু নিষেধাজ্ঞা শিথিলের আহ্বানও জানানো হয় বৈঠকে।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট লুলা ডি সিলভাকে অভিনন্দন জানান এবং পেলের মৃত্যুতে শোক প্রকাশ করেন।
ব্রাজিলের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের তৈরি পোশাকের একটি বড় বাজার হতে পারে তার দেশ।
এএ